নাঈম-লিটন-মুশফিক-সাকিবের বিদায়, বাংলাদেশ ১০৫/৪

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

চার রানের জন্য ফিফটি পাননি সাকিব আল হাসান

চার রানের জন্য ফিফটি পাননি সাকিব আল হাসান

ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি টাইগারদের। দলীয় এক রানেই ফিরে যান ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। দুই বল খেলে তিনি থেকে রান শূন্য। তার বিদায়ের পর দলের ব্যাটিং লাইন-আপের হাল ধরেন সাকিব আল হাসান। তাকে সঙ্গ দিতে থাকেন অন্য ওপেনার লিটন দাস।

কিন্তু লিটনও খু্ব বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। ২৯ রান করে ফেরেন আসাদ ভালার বলে সেসে বাউয়ের হাতে ক্যাচ দিয়ে। লিটনের বিদায়ের পর মুশফিকুর রহিম ব্যাট হাতে নেমে সুবিধা করতে পারেননি। আউট হান ব্যক্তিগত পাঁচ রানে।

বিজ্ঞাপন

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ৪৬ রান নিয়ে সাজঘরে ফেরেন সাকিব। ব্যাট করে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ক্যাপ্টেনের নামের পাশে যোগ হয়েছে ২০ রান।