আইরিশদের হারিয়ে সুপার টুয়েলভে শ্রীলঙ্কা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শ্রীলঙ্কান ক্রিকেট টিম

শ্রীলঙ্কান ক্রিকেট টিম

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে পৌঁছে গেছে শ্রীলঙ্কা। প্রথম পর্বের বাধা পেরিয়ে বৈশ্বিক আসরের মূল পর্বে নাম লেখানোর পথে আয়ারল্যান্ডকে ৭০ রানে ধরাশায়ী করেছে শ্রীলঙ্কা।

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট হাতে নেমে ওয়ানিন্দু হাসারাঙা ও পাথুম নিসানকার ফিফটিতে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। 

বিজ্ঞাপন

হাসারাঙা ৪৭ বলে ১০ বাউন্ডারি ও ১ ছক্কায় ৭১ রানের দাপুটে এক ইনিংস খেলেন। ওপেনার পাথুম নিসানকা ৪৭ বলে ৬১ রানের ইনিংসটি ৬ বাউন্ডারি ও ১ ছক্কায়।

আইরিশদের হয়ে একাই চার উইকেট শিকার করেন জশ লিটল। দুটি উইকেট পান মার্ক আদাইর।

বিজ্ঞাপন

জবাবে ব্যাট করতে নেমে ১৮.৩ ওভারে ১০১ রান তুলতেই গুটিয়ে যায় আয়ারল্যান্ড। ক্যাপ্টেন অ্যান্ডি বালবির্নি ৪১ ও কার্টিস ক্যাম্পার করেন ২৪ রান।

মহেশ ঠিকশানা তিনটি উইকেট নেন। দুটি করে উইকেট নেন চামিকা করুনারাত্নে ও লাহিরু কুমারা।