তবু সাকিবের চোখে গ্রুপ সেরা হওয়ার স্বপ্ন
স্কটল্যান্ডের কাছে ৬ রানে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় পড়ে গিয়েছিল বাংলাদেশ। তবে ওমানের বিপক্ষে ২৬ রানে জেতায় সে শঙ্কা কেটে গেছে। দেখা মিলেছে এবার নতুন আলোর। পাপুয়া নিউগিনিকে হারিয়ে লক্ষ্য এবার সুপার টুয়েলভে খেলার। শুধু তাই নয় গ্রুপ সেরা হওয়ার স্বপ্নও দেখছেন সাকিব আল হাসান।
ওমান ম্যাচের সেরা খেলোয়াড় সাকিব সংবাদ সম্মেলনে সেই স্বপ্নের কথাই জানালেন, ‘ওমান-স্কটল্যান্ডের ম্যাচ আছে, একটা দল অবশ্যই হারবে সেখানে। যারা হারবে রান রেটে তারা পিছিয়ে যাবে। আমরা পাপুয়া নিউগিনিকে হারালে আমাদের রান রেট আরও ওপরে চলে যাবে। এখনো গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার সম্ভাবনাও আমাদের রয়েছে।’
গ্রুপ চ্যাম্পিয়ন না হলেও বৈশ্বিক ক্রিকেট আসরের মূল পর্বে ঠিকই জায়গা করে নেবে টাইগাররা। সাকিবের প্রত্যাশা এখন এমনটাই, ‘সেটা (গ্রুপ সেরা) যদি না-ও হয়, আমরা কোয়ালিফাই করার মতো অবস্থানে আছি বলে আমার কাছে মনে হয়, যতটুকু আমি তথ্য পেয়েছি। না দেখে বলাটা মুশকিল।’
পাপুয়া নিউগিনির বিপক্ষে বড় ব্যবধানে জিতলেই পরের রাউন্ডের টিকিট নিশ্চিত হবে বাংলাদেশের। এমনটাই মনে করছেন সাকিব, ‘রান রেট দেখলে হয়ত আরও ভালো করে বলতে পারব। কম্পিউটার অ্যানালিস্ট যেটা বলল- আমরা পাপুয়া নিউগিনির সাথে প্রত্যাশা অনুযায়ী ব্যবধান রেখে যদি জিতি তাহলেই আমরা কোয়ালিফাই করব।’