ওমান ম্যাচে ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনবে বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মুশফিকুর রহিমের সঙ্গে আলোচনায় ব্যস্ত কোচ রাসেল ডমিঙ্গো

মুশফিকুর রহিমের সঙ্গে আলোচনায় ব্যস্ত কোচ রাসেল ডমিঙ্গো

ওমানের বিপক্ষে বাংলাদেশের একাদশে ফিরছেন মোহাম্মদ নাঈম শেখ। কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন সৌম্য সরকারের বদলে ইনিংস উদ্বোধন করবেন নাঈম। একাদশে আর কোনো পরিবর্তন সেটা অবশ্য জানা যায়নি। তবে ওমানের বিপক্ষে আজকের ম্যাচে ব্যাটিং অর্ডারে পরিবতন আসতে পারে।

ব্যাটিং লাইন-আপের পরিবর্তন আনার কথা বললেন ডমিঙ্গো, `আমি সবসময় পছন্দ করি উইকেটে একজন ডানহাতি ও একজন বাঁহাতি রাখতে। আমরা তাই পরের ম্যাচে আমাদের বাটিং লাইন-আপ নিয়ে ভাববো এবং চেষ্টা করব যেন ভিন্ন ধরনের ব্যাটসম্যান একসঙ্গে উইকেটে থাকে। একই ধরনের যেন না থাকে। এটা নিয়ে আমাদের গভীর আলোচনা হয়েছে এবং সম্ভবত আমরা এটা করব।’

বিজ্ঞাপন

ছয় ও সাত নম্বরে খেলা আফিফ হোসেন ও নুরুল হাসান সোহানের ব্যাটিং অর্ডারে পরিবর্তনের আভাস দিয়ে টাইগাদের ক্রিকেট গুরু বলেন, ‘দলে বড় কোনো পরিবর্তন হবে না। তবে ব্যাটিং লাইন-আপে একটি-দুটি জায়গা এদিক-সেদিক হতে পারে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে যেমন দেখেছেন, ব্যাটিং অর্ডারে আমরা অটল থাকিনি। আফিফকে কখনও পাঁচে, কখনও সাতে খেলিয়েছি, সোহানকে সাতে। তো এটা নির্ভর করবে পরিস্থিতির ওপর।’

স্কটল্যান্ডের বিপক্ষে দলের হারের জন্য তিন সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহকেই দায়ী করেন নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতির এ কথায় কান দিতে নারাজ ডমিঙ্গো।

বিজ্ঞাপন

তবে ডমিঙ্গো এখনো আস্থা রয়েছে সাকিব, মুশফিক ও রিয়াদের ওপর, ‘ওদের কখনোই বোঝা বলা যাবে না। ওরা বিশ্বমানের। ওরা নিজেরাও জানে, যে পর্যায়ে খেলতে তারা অভ্যস্ত, এই ম্যাচে তা খেলতে পারেনি। তবে বাংলাদেশের জন্য ওরা চ্যাম্পিয়ন ক্রিকেটার। তাদের সামর্থ্য নিয়ে প্রশ্ন করার কোনো কারণই আমার কাছে নেই। কিছুদিন আগেও অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচ জিতিয়েছে রিয়াদ। প্রস্তুতি ম্যাচ না খেলায় হয়তো তার অস্বস্তি ছিল। কিন্তু তার মান নিয়ে প্রশ্ন কখনোই তুলব না। ওদের কাছ থেকে দারুণ পারফরম্যান্স এই এলো বলে।’