হারের জন্য তিন সিনিয়র ক্রিকেটারকে দায়ী করলেন পাপন

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নাজমুল হাসান পাপন

নাজমুল হাসান পাপন

টাইগারদের বিশ্বকাপ মিশন উপভোগ করতে এখন ওমান সফর করছেন নাজমুল হাসান পাপন। কিন্তু বিসিবি সভাপতির মুখে হাসি নেই। দল যে বৈশ্বিক এ ক্রিকেট আসর শুরু করেছে হার দিয়ে। তা আবার স্কটল্যান্ডের কাছে। তাই নিজের মনের ক্ষোভ উগড়ে দিয়েছেন বোর্ডের এ প্রধান কর্তা-ব্যক্তি। হারের দায় তিনি চাপিয়েছেন তিন সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের ওপর।

বিশ্বকাপের আগে ওয়ার্ম-আপ ম্যাচে বাংলাদেশের হারটা স্বাভাবিকভাবেই মেনে নিয়েছেন পাপন। কারণ দলে সবাই ছিল না, ‘মানে কখনও চিন্তাও করা হয়নি যে আমরা স্কটল্যান্ডের সঙ্গে ম্যাচটা হারতে পারি। শ্রীলঙ্কার সঙ্গে অনুশীলন ম্যাচ হেরেছি, আয়ারল্যান্ডের কাছে হেরেছি। কিন্তু তখনও মনে হয়েছে যে সাকিব নেই, রিয়াদ নেই ইনজুরির জন্য, মুস্তাফিজ নেই। তামিম নেই, বিশ্বকাপে সে নেই। একটা টিমের রেগুলার তিন-চারটা ক্রিকেটার যদি না খেলে, তা হলে এটা হতেই পারে।’

বিজ্ঞাপন

পুরো দল নিয়েও কেন স্কটিশদের কাছে হারল বাংলাদেশ এখন বুঝে উঠতে পারছেন না পাপন, ‘কিন্তু কাল তো সমস্যাটা ছিল না। কাল তো আমাদের পুরো দলই ছিল। সে জায়গায় আমরা এভাবে হেরে যাব, এটা কোনোভাবে কল্পনা, মানে কখনও চিন্তায়ও আসেনি মাথায়। সত্যি কথা বলতে, চিন্তাও করিনি যে স্কটল্যান্ডের কাছে হারতে পারি।’

দলের হারের জন্য তিন সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহকেই দায় দিলেন বিসিবি সভাপতি,‘দল হারতেই পারে। কিন্তু অ্যাপ্রোচ তো ঠিক থাকবে। প্রথম ৬ ওভারে সুবিধা থাকে। তখন মারতে গেলে উইকেট পড়া স্বাভাবিক। কিন্তু দুটি উইকেট পড়ার পর সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ যেভাবে ব্যাটিং করেছে, সেখানেই তো ম্যাচ হেরে গেছি আমরা। ওই সময় যেভাবে খেলা দরকার ছিল, ওইটা ওদের মধ্যে ছিল না।’

বিজ্ঞাপন