মালিঙ্গার বিশ্বরেকর্ড এখন সাকিবের

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সাকিব আল হাসানের উইকেট উদযাপন

সাকিব আল হাসানের উইকেট উদযাপন

নিউজিল্যান্ড সিরিজে ৪ উইকেট নিয়েছিলেন সাকিব আল হাসান। সুবাদে টি-টোয়েন্টিতে বিশ্বসেরা এ অলরাউন্ডারের উইকেট দাঁড়ায় ১০৬ এ। বিশ্ব রেকর্ড থেকে দুই উইকেট দূরে ছিলেন সাকিব। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে আজ রোববার, ১৭ অক্টোবর ২ উইকেট পেয়েছেন বাঁ-হাতি এ অলরাউন্ডার। এতে লাসিথ মালিঙ্গাকে ছাড়িয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন সাকিব (১০৮ উইকেট)। টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারী এখন তিনি। 

বিজ্ঞাপন

সর্বোচ্চ উইকেট শিকারের আগের বিশ্বরেকর্ডটা ছিল মালিঙ্গার। ৮৪ ম্যাচ খেলে ১০৭ উইকেট শিকার করেছেন এ লঙ্কান কিংবদন্তিকে।