বিশ্বকাপে এবার উইন্ডিজের শ্রেষ্ঠত্ব নাকি নতুন চ্যাম্পিয়ন?

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ওয়েস্ট ইন্ডিজের শিরোপা উৎসব

ওয়েস্ট ইন্ডিজের শিরোপা উৎসব

আজ বাদে কাল মাঠ গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। সংযুক্ত আরব আমিরাত ও ওমানে ১৭ অক্টোবর, আগামীকাল রোববার পর্দা উঠতে যাচ্ছে টি-টোয়েন্টি মহাযজ্ঞের। নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতেই বৈশ্বিক এ ক্রিকেট আসরে মিশন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। সঙ্গে সর্বোচ্চ ট্রফি জয়ের রেকর্ডটা বাড়িয়ে নিতে চায় ক্যারিবিয়ানরা। 

গত ছয় আসরে দুবার ট্রফি ঘরে তুলেছে উইন্ডিজ। টুর্নামেন্টে সর্বোচ্চ শিরোপা জয়ের এটাই রেকর্ড। একবার করে শিরোপা ছিনিয়ে নিয়েছে ভারত, পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। এখনো পর্যন্ত অবশ্য শিরোপা জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। 

বিজ্ঞাপন

১৬ দলের এবারের ক্রিকেট আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ তাদের শিরোপা ধরে রাখবে নাকি দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো ফেভারিট কোনো দল তাদের শিরোপা খরা কাটাবে তা ১৪ নভেম্বরের দুবাইয়ের ফাইনালই বলে দিবে। 

বার্তা২৪.কম এর পাঠকদের রোমাঞ্চকর ভেলায় ভাসিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের অতীতে ফিরিয়ে নিতে টুর্নামেন্টের রোল অব অনারে চোখ বুলিয়ে নেওয়া যাক এবার। 

বিজ্ঞাপন

২০০৭, দক্ষিণ আফ্রিকা আসর: জোহানেসবার্গের ফাইনাল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে (১৫২/১০, ১৯.৪ ওভার) মাত্র ৫ রান হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে চ্যাম্পিয়নের তকমা গায়ে মাখায় ভারত (১৫৭/৫, ২০ ওভার)। 

২০০৯, ইংল্যান্ড আসর: প্রথম আসরে ভারতের কাছে শিরোপা হাতছাড়া করলেও দ্বিতীয় আসরে আর ভুল হয়নি পাকিস্তানের। লন্ডনের ফাইনালে শ্রীলঙ্কাকে (১৩৮/৬, ২০ ওভার) আট উইকেটে উড়িয়ে দিয়ে মাথার ওপর শিরোপা উঁচিয়ে ধরে বাবর আজমের দেশ (১৩৯/২, ১৮.৪ ওভার)।

২০১০, ওয়েস্ট ইন্ডিজ আসর: ব্রিজটাউনের শিরোপা নির্ধারণী ম্যাচে অস্ট্রেলিয়াকে (১৪৭/৬, ২০ ওভার) ৭ উইকেটে ধসিয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড (১৪৮/৩, ১৭ ওভার)।  

২০১২, শ্রীলঙ্কা আসর: কলম্বোতে স্বাগতিক শ্রীলঙ্কার হৃদয় ভেঙে প্রথম ট্রফি জেতে টি-টোয়েন্টি বিশ্বকাপের রাজা ওয়েস্ট ইন্ডিজ। ফাইনালে উইন্ডিজ (১৩৭/৬, ২০ ওভার) ৩৬ রানে ধরাশায়ী করে লঙ্কানদের (১০১/১০, ১৮.৪ ওভার)। 

২০১৪, বাংলাদেশ আসর: ঘরের মাঠে শিরোপা হাতছাড়া হওয়ার ক্ষতিটা ঢাকায় এসে পুষিয়ে নেয় শ্রীলঙ্কা। ভারতকে (১৩৪/৪, ১৭.৫ ওভার) ৬ উইকেটে হতাশায় ডুবিয়ে আসরের সেরা হয় লঙ্কানরা (১৩০/৪, ২০ ওভার)। 

২০১৬, ভারত আসর: ক্যারিবিয়ানরা নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুলে কলকাতার ফাইনালে। ইংল্যান্ডকে (১৫৫/৯, ২০ ওভার) ৪ উইকেটে গুড়িয়ে দিয়ে আসরে সর্বোচ্চ দুইবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজ (১৬১/৬, ১৯.৪ ওভার)।