ফাইনালের একাদশে সাকিব, ফিল্ডিংয়ে কলকাতা
ক্রিকেট অনুরাগীদের অপেক্ষার প্রহর ফুরাল। মাঠে গড়াল ফাইনাল ম্যাচ। আজ শুক্রবার, ১৫ অক্টোবর আইপিএলের ফাইনাল খেলতে মাঠে নেমেছে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
শিরোপা জয়ের লক্ষ্যে চেন্নাই সুপার কিংসকে মোকাবেলা করছে বলিউড বাদশাহ শাহরুখ খানের দল। ম্যাচ শুরু হয়েছে রাত আটটায়। কলকাতার স্বপ্ন এবার হ্যাটট্রিক শিরোপা জয়ের।
সাকিব আল হাসানকে একাদশে নিয়েই আইপিএলের ফাইনাল খেলতে মাঠে নেমেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে সাকিবের দল। তাই শুরুতে ব্যাট হাতে মাঠে নেমেছে ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।
এরআগে একবারই শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা ও চেন্নাই। ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির দলকে হারিয়ে ২০১২ আসরে আইপিএলে নিজেদের প্রথম শিরোপা জিতেছিল কলকাতা।
এরআগে কলকাতার হয়ে দুইবার ফাইনালে উঠে দুইবারই শিরোপা জিতেছিলেন সাকিব। ২০১২ ও ২০১৪ সালে। প্রথম শিরোপা চেন্নাইয়ের বিপক্ষে জিতলেও কলকাতার পরের শিরোপা আসে পাঞ্জাব কিংসের বিপক্ষে।
তবে ২০১৮ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ফাইনালে খেলে অবশ্য চেন্নাইয়ের কাছে হেরে গিয়েছিলেন সাকিব।