মাহমুদউল্লাহ ফিট, খেলবেন স্কটল্যান্ড ম্যাচে

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মাহমুদউল্লাহ রিয়াদ

মাহমুদউল্লাহ রিয়াদ

পিঠের চোটের জন্য ওমান ‘এ’ দলের বিপক্ষে আন-অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলেননি মাহমুদউল্লাহ রিয়াদ। টাইগারদের নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে অফিসিয়াল প্রস্তুতি ম্যাচেও ছিলেন দর্শক হয়ে। এ কারণে তিন ওয়ার্ম-আপ ম্যাচেই দলকে নেতৃত্ব দেন লিটন দাস।

এ কারণে শঙ্কা জেগেছিল, টাইগারদের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন কি তাহলে মাহমুদউল্লাহকে ছাড়াই শুরু হচ্ছে? তবে সকল শঙ্কা উবে গেছে। মাঠের লড়াইয়ের জন্য এখন প্রস্তুত দলপতি।

বিজ্ঞাপন

ইনজুরি কাটিয়ে এখন ফিট মাহমুদউল্লাহ। বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের উদ্বোধনী ম্যাচে খেলবেন তিনি। আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে খবরটি নিশ্চিত করেছেন মাহমুদউল্লাহ নিজেই, ‘ইনজুরিটা ক্রমেই ভালোর দিকে যাচ্ছে। পিঠে একটু ব্যথা থাকায় প্রস্তুতি ম্যাচগুলোতে খেলিনি। কয়েক মাস আগেও চোটে পড়েছিলাম। টিম ম্যানেজমেন্ট এবার কোনো ঝুঁকি নিতে চায়নি। তবে আমি আশাবাদী, প্রথম ম্যাচ থেকেই খেলতে পারব।’

১৭ অক্টোবর পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। বৈশ্বিক এ ক্রিকেট আসরের উদ্বোধনী দিনেই মাঠে নামছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথম ম্যাচে বাংলাদেশের লড়াইটা স্কটল্যান্ডের বিপক্ষে। ম্যাচ শুরু রাত ৮টায়।

বিজ্ঞাপন