ফর্মে থাকলেও নারিনকে ছাড়াই বিশ্বকাপে উইন্ডিজ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সুনীল নারিন

সুনীল নারিন

ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলে অনেক ধরেই অনুপস্থিত সুনীল নারিন। ডাক পাননি টি-টোয়েন্টি বিশ্বকাপ দলেও। 

জাতীয় না থাকলেও আইপিএলে চলছে তার আগুনে বোলিং। নারিনের ব্যাটও কথা বলছে সমান তালে। কলকাতা নাইট রাইডার্সের ফাইনালের স্বপ্ন জিইয়ে রাখতে নারিন রাখেন অগ্রণী ভূমিকা। এলিমিনেটর ম্যাচে কলকাতার হয়ে চার ওভারে ২১ রান দিয়ে চার উইকেট শিকার করেন ম্যাচসেরা সুনীল নারিন। ১৫ বলে তিন ছক্কায় ব্যাট হাতে সংগ্রহ করেন ২৬ রান। ব্যাট-বলের দাপুটে পারফরম্যান্সে দল কেকেআর'কে পৌঁছে দিয়েছেন দ্বিতীয় কোয়ালিফাইয়ারে

বিজ্ঞাপন

মাঠের লড়াইয়ে দ্যুতি ছড়ালেও ওয়েস্ট ইন্ডিজের নির্বাচকদের মন কাড়তে পারেননি তারকা এ অলরাউন্ডার। দল বদলের সুযোগ থাকলে নারিনের জায়গা হয়নি বিশ্বকাপ দলে।

ব্যাপারটা খারাপই লাগছে বন্ধু কাইরন পোলার্ডের কাছে। তবে এনিয়ে মন্তব্য করতে চান না উইন্ডিজ ক্যাপ্টেন। ভয় একটাই আবার না কোনো বিতর্কে জড়িয়ে পড়েন। 

বিজ্ঞাপন

বিতর্ক এড়াতে পোলার্ড বলেন, 'এটা তো ব্যাখ্যা করা হয়েছে। নারিনকে না নেওয়া নিয়ে এখন আমি যদি কিছু বলতে যাই, তাহলে তা নানাদিকে বাঁক নিতে পারে, শারজাহর উইকেটে তার বল যে রকম বাঁক নিচ্ছে।' 

বর্তমান দল নিয়েই বিশ্বকাপের শিরোপা ধরে রাখার স্বপ্ন বুনতে চান পোলার্ড, 'এখন যে ১৫ জন আছে, তাদেরকে নিয়ে থাকাই ভালো এবং এটাই গুরুত্বপূর্ণ। দেখা যাক তাদেরকে নিয়ে আমরা শিরোপা ধরে রাখতে পারি কিনা।'