সাকিবের রেকর্ড ভাঙলেন পাকিস্তানি নোমান
হঠাৎ করেই ফের লাইমলাইটে তিনি। অথচ এতোদিনে সাবেকদের তালিকাতেই চলে যেতে পারতো তার নাম। বয়স ৩৮ পেরিয়েছে। তারচেয়েও বড় কথা বছরের ওপর জাতীয় দলের বাইরে। কিন্তু ফিরেই নিজেকে মেলে ধরলেন নোমান আলি। এমন কী মাঠের ম্যাজিকে অক্টোবর মাসের আইসিসির সেরার পুরস্কার জিতে নিলেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার নোমান।
মাসসেরার এই লড়াইয়ে ছিলেন তিনজন। যেখানে দক্ষিণ আফ্রিকার পেস সেনসেশন কাগিসো রাবাদা ও নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনারকে পেছনে ফেলে সেরা বনে গেলেন নোমান আলি।
অবশ্য এই নামটাই চলে যাচ্ছিল আড়ালে। ১৫ মাস ছিলেন জাতীয় দলের বাইরে। টেস্ট দলে ফিরেই চমক দেখালেন নোমান। ইংল্যান্ডের বিপক্ষে মুলতান ও রাওয়ালপিন্ডিতে দুই টেস্টে ২০ উইকেট তুলে নেন। সেই সাফল্যের পথ ধরে এবার আইসিসির মাসসেরা। নোমান রেকর্ডও গড়েছেন। ২০২১ সালের জানুয়ারি থেকে আইসিসি মাসসেরা পুরস্কার দেওয়া শুরু হয়েছে। এখন অব্দি সবচেয়ে বেশি বয়সে মাসসেরার স্বীকৃতি পেলেন নোমান আলি।
ঠিক এই জায়গাটায় ভেঙে দিলেন সাকিব আল হাসানের কীর্তি। এর আগে সবচেয়ে বেশি বয়সে মাসসেরা পুরুষ ক্রিকেটার হয়েছিলেন সাকিব। বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার ২০২৩ সালের মার্চে ৩৬ বছর বয়সে হন মাসসেরা।
নোমান আইসিসির এই পুরস্কার জেতা পঞ্চম পাকিস্তানি ক্রিকেটার। এর আগে এই অর্জনে সমৃদ্ধ হন বাবর আজম, আসিফ আলি, মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামান।
এদিকে অক্টোবরে নিউজিল্যান্ডকে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো অ্যামেলিয়া কার হলেন মাসসেরা। বিশ্বকাপে ৯০ স্ট্রাইকরেটে ১৩৫ রান করেছেন তিনি। এই কিউই ক্রিকেটার নিয়েছেন ১৫ উইকেট।