লিটনের নেতৃত্বে ব্যাটিংয়ে টাইগাররা
টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমে অফিসিয়াল ওয়ার্ম-আপ ম্যাচে আবুধাবিতে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ।
ওমান 'এ' দলের বিপক্ষে আন-অফিসিয়াল ওয়ার্ম-আপ ম্যাচে টাইগারদের নেতৃত্ব দিয়েছিলেন লিটন দাস। লঙ্কানদের বিপক্ষেও লাল-সবুজের প্রতিনিধিদের নেতৃত্ব দিচ্ছেন লিটন। নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ পিঠের চোট নিয়ে আছেন মাঠের বাইরে। ইনজুরি গুরুতর না হলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কোনো ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট।
ওমান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেননি তাসকিন আহমেদ। মোহাম্মদ সাইফউদ্দিনের বদলে একাদশে ফিরেছেন এ তারকা পেসার। আইপিএলের ব্যস্ত সূচি শেষ করে দলে যোগ দেওয়ায় বিশ্রামে রাখা হয়েছে স্টার ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে।
তবে ভক্ত-সমর্থকদের জন্য মন খারাপ করা খবর হলো, টিভির পর্দায় উপভোগ করা যাচ্ছে না ম্যাচটি। ১৪ অক্টোবর দ্বিতীয় ও শেষ অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ লড়বে আয়ারল্যান্ডের বিপক্ষে। এ ম্যাচটিও দেখা যাবে না টিভিতে।
বাংলাদেশ একাদশ: মুশফিকুর রহিম, লিটন কুমার দাস (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, শরিফুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), তাসকিন আহমেদ, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ।