নিউজিল্যান্ডের পাকিস্তান সফর বাতিল

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পাকিস্তান-নিউজিল্যান্ড ক্রিকেট সিরিজ

পাকিস্তান-নিউজিল্যান্ড ক্রিকেট সিরিজ

দীর্ঘ দিন পর পাকিস্তান সফরে গিয়েছিল নিউজিল্যান্ড দল। তবে কোনো ম্যাচ না খেলেই দেশটি থেকে ফিরে যাচ্ছে কিউই ক্রিকেটাররা। ব্ল্যাক ক্যাপস শিবির জানিয়েছে, নিরাপত্তাহীনতার কারণে সফর বাতিল করেছে তারা।

দীর্ঘ ১৮ বছর পর আজ শুক্রবার, ১৭ সেপ্টেম্বর পাকিস্তানের মাটিতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলার কথা ছিল নিউজিল্যান্ডের। কিন্তু নিরাপত্তাহীনতার শঙ্কার কারণে ওয়ানডে ম্যাচটি বাতিল করা হয়। সঙ্গে বাতিল হয়ে যায় পুরো সফর মানে তিন ম্যাচের ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এখন দেশে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে কিউই ক্রিকেটাররা।

বিজ্ঞাপন

নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, ‘রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে তিন ওয়ানডের প্রথমটি আজ খেলার কথা ছিল আমাদের। তবে পাকিস্তানের জন্য নিউজিল্যান্ড সরকারের সতর্কতামূলক নির্দেশনা বেড়ে যাওয়া আর মাঠে থাকা নিউজিল্যান্ডের নিরাপত্তা উপদেষ্টাদের দেওয়া নির্দেশনা মেনে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ব্ল্যাকক্যাপসরা সফরটি চালিয়ে যাবে না। এখন দলটির পাকিস্তান ছাড়ার প্রস্তুতি চলছে।’