বিশ্বকাপ শেষে টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়বেন কোহলি
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের টি-টোয়েন্টি ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়বেন বিরাট কোহলি। আজ বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন ভারতীয় এ অধিনায়ক নিজেই।
এক দীর্ঘ টুইট বার্তায় কোহলি লিখেছেন, ‘এই সিদ্ধান্ত নিতে অনেক সময় ব্যয় হয়েছে আমার। অনেক ভাবনা আর কাছের মানুষ, দলের নেতৃস্থানীয় লোক যেমন রবি ভাই, রোহিতের সঙ্গে আলোচনার পর বিশ্বকাপ শেষে টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
তবে ওয়ানডে ও টেস্টে ভারতকে ঠিকই নেতৃত্ব দিয়ে যাবেন কোহলি। নেতৃত্ব ছাড়লেও ক্রিকেটার হিসেবে দেশের হয়ে টি-টোয়েন্টিও খেলে যাবেন তিনি।
কোহলি আরো লিখেন, 'কাজের চাপটা বুঝতে পারা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শেষ আট নয় বছরে তিনটি ফরম্যাটে খেলে, শেষ ৫-৬ বছরে অধিনায়কত্ব করে যে কাজের চাপ সহ্য করেছি আমি, তাতে এখন আমার মনে হচ্ছে নিজেকে আরেকটু অবকাশ দেওয়া উচিত আমার, যেন ভারতীয় দলকে টেস্ট আর ওয়ানডেতে আমি সম্পূর্ণ প্রস্তুত হয়ে নেতৃত্ব দিতে পারি।’
কোহলির নেতৃত্ব ছাড়ার গুঞ্জন অবশ্য আগেই ছড়িয়ে পড়েছিল। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছিল, অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে সাদা বলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কোহলি। তার বদলে ভারতের সীমিত ওভারের ক্যাপ্টেন হতে যাচ্ছেন রোহিত শর্মা।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছিল, কোহলি নেতৃত্ব ছাড়বেন নিজের রান খরা কাটাতে ও ব্যাটিংয়ে মনোযোগী হতে। এবার সেই গুঞ্জনটাই সত্যি হলো।
এর আগে কোহলির নেতৃত্ব ছাড়ার গুঞ্জনটা উড়িয়ে দিয়েছিলেন বিসিসিআই সচিব জয় শাহ। তিনি জানিয়েছিলেন, ভারতের নেতৃত্বে থাকবেন কোহলিই। তার ওপর বোর্ডের পূর্ণ আস্থা আছে। জয় শাহ জানিয়েছিলেন, 'এমন কোনো প্রস্তাব নেই। দলকে বিরাটই নেতৃত্ব দিবে। তার প্রতি আমাদের সমর্থন আছে।'
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কোষাধ্যক্ষ অরুন সিং ধুমালও খবরটিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন, 'এই বিষয়টি নিয়ে আমরা বেশ ক্ষুব্ধ। এমন একটি প্রস্তাব ভারতের ক্রিকেটের জন্য ভালো কিছু নয়, বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপে এর প্রভাব পড়তে পারে।'