দুইয়ে নেমে গেলেন সাকিব

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষ হাতছাড়া করলেন সাকিব। এ ক্রিকেট মহাতারকাকে হটিয়ে শীর্ষে উঠে গেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। ফলে র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে নেমে গেছেন সাকিব।

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ব্যাটে-বলে সেভাবে জ্বলে উঠতে পারেননি সাকিব। আর ইনজুরির কারণে শেষ ম্যাচ তো খেলতেই পারেননি। এ কারণেই র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে গেলেন এ মেগাস্টার।

বিজ্ঞাপন

কিউইদের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে সাকিব কোনো উইকেট পাননি। দলীয় স্কোরে যোগ করেন মাত্র ৮ রান। আর পঞ্চম ম্যাচে তো মাঠেই নামেননি। এ কারণেই ১৬ রেটিং পয়েন্ট খুইয়েছেন তিনি। ২৭৫ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন সাকিব। আর সবার ওপরে উঠা মোহাম্মদ নবির পুঁজি এখন ২৮৫ রেটিং পয়েন্ট। 

অজি সিরিজের মতো কিউই সিরিজেও বল হাতে দাপট দেখিয়েছেন মুস্তাফিজ। পুরো সিরিজে তারকা এ পেসার শিকার করেন আট উইকেট। ফলে টি-টোয়েন্টিতে বোলারদের র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন ফিজ। দখল করেছেন অষ্টম স্থান।

বিজ্ঞাপন

নাসুম আহমেদ বোলারদের র‍্যাঙ্কিংয়ে পৌঁছে গেছেন ১৫তম স্থানে। আর মেহেদী হাসানের উন্নতি হয়েছে চার ধাপ। তিনি অবস্থান করছেন ২০তম স্থানে। র‌্যাঙ্কিংয়ে এটি তাদের ক্যারিয়ার সেরা অবস্থান।