২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত প্রিন্স বাংলাদেশের

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অ্যাশওয়েল প্রিন্স

অ্যাশওয়েল প্রিন্স

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের আপদকালীন ব্যাটিং কোচ হিসেবে কাজ করেন অ্যাশওয়েল প্রিন্স। ওই সিরিজে তার পারফরম্যান্সে খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই তো দুপক্ষের সম্পর্কটা এবার স্থায়ী রূপ পেল। 

জিম্বাবুয়ে সফর ছিল প্রিন্সের জন্য পরীক্ষামূলক। যে কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ছিলেন না তিনি। এবার নতুন চুক্তি হওয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ থেকেই নতুন দায়িত্ব শুরু করতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এ ব্যাটার।

বিজ্ঞাপন

বাংলাদেশের দায়িত্বে থিতু হওয়ার আগে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটের দল ওয়েস্টার্ন প্রোভিন্সের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন প্রিন্স।

বিসিবি বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২২ সালের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের সঙ্গে কাজ করবেন প্লিন্স।

বিজ্ঞাপন

৪৪ বছরের ব্যাটিং গুরু প্রিন্স জানান, জিম্বাবুয়ে সিরিজে টাইগারদের সঙ্গে কাজ করে বেশ উপভোগ করেছেন। এবার নতুন চ্যালেঞ্জ নিতে মুখিয়ে রয়েছেন তিনি।