বৃষ্টির দাপটে ড্র ইংল্যান্ড-ভারত টেস্ট

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বৃষ্টিতে ভেসে যায় ইংল্যান্ড-ভারত টেস্টের শেষ দিন

বৃষ্টিতে ভেসে যায় ইংল্যান্ড-ভারত টেস্টের শেষ দিন

ব্যাট হাতে মাঠে আলো ছড়ান জো রুট। পেয়ে যান সেঞ্চুরির দেখা। বিপরীতে বল হাতে দাপট দেখান জাসপ্রিত বুমরাহ। শিকার করেন পাঁচ উইকেটে। তাতেই মিলে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস। 

তাই তো শেষ দিনে জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ছিল ক্রিকেট প্রেমীরা। কিন্তু ট্রেন্ট ব্রিজে শেষ দিন খেলল কেবল বৃষ্টি। পঞ্চম দিনের খেলা বৃষ্টিতে ভেসে যাওয়ায় ইংল্যান্ড ও ভারতের মধ্যকার প্রথম টেস্ট হলো ড্র। 

বিজ্ঞাপন

জয়ের জন্য ভারতের লক্ষ্য ছিল ২০৯। শেষ দিন বিরাট কোহলিদের দরকার ছিল ১৫৭ রান। হাতে ছিল ৯ উইকেট। উইকেটে ছিলেন রোহিত শর্মা ও চেতেশ্বর পুজারা। তাদের দুজনেরই সংগ্রহ ছিল ১২* রান করে।

১২ আগস্ট লর্ডসে মাঠে গড়াবে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট।

বিজ্ঞাপন

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড- ১ম ইনিংস: ১৮৩ ও দ্বিতীয় ইনিংস: ৩০৩ 

ভারত- ১ম ইনিংস: ২৭৮ ও ২য় ইনিংস: ৫২/১ (রোহিত ১২*, পুজারা ১২*; ব্রড ১/১৮)।

ফল: ম্যাচ ড্র।

ম্যাচ সেরা: জো রুট।

সিরিজ: পাঁচ ম্যাচের সিরিজে ০-০ তে সমতা বিরাজ করছে।