ব্যাট হাতে বিপদে টাইগাররা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিংয়ের শুরুটা মোটেই ভালো হয়নি বাংলাদেশের। ব্যাট হাতে বিপদে পড়ে গেছে ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদের দল। তিন রানের ব্যবধানে টাইগাররা হারিয়ে ফেলে দুই ওপেনার মোহাম্মদ নাঈম শেখ (৫) ও সৌম্য সরকারকে (৮)। দুজনে মিলে যোগ দেন মাত্র ১৩ রান। অথচ প্রথম টি-টোয়েন্টি জয়ের কারিগর ছিলেন এই দুই উদ্বোধনী ব্যাটসম্যানই। ১০১ রানের পার্টনারশিপ গড়ে দলের অনায়াস জয়ের ভিত গড়ে দিয়েছিলেন দুজনে। 

নাঈম-সৌম্যের পর সাজঘরে ফিরে গেছেন সাকিব আল হাসানও। ওয়েলিংটন মাসাকাদজার বলে সিকান্দার রাজার হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে সাকিব আল হাসান দলীয় স্কোরে যোগ করেন মাত্র ১২ রান। 

বিজ্ঞাপন

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ব্যাটিং বিপর্যয় সামাল দিতে না পেরে ১৫ ওভারে ১০৯ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ওয়েলিংটন মাসাকাদজা শিকার করেছেন তিন উইকেট। ব্লেসিং মুজারাবানি নিয়েছেন দুটি উইকেট।

লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিংয়ের শুরুটা মোটেই ভালো হয়নি বাংলাদেশের। ব্যাট হাতে বিপদে পড়ে গেছে ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদের দল। তিন রানের ব্যবধানে টাইগাররা হারিয়ে ফেলে দুই ওপেনার মোহাম্মদ নাঈম শেখ (৫) ও সৌম্য সরকারকে (৮)। দুজনে মিলে যোগ দেন মাত্র ১৩ রান। অথচ প্রথম টি-টোয়েন্টি জয়ের কারিগর ছিলেন এই দুই উদ্বোধনী ব্যাটসম্যানই। ১০১ রানের পার্টনারশিপ গড়ে দলের অনায়াস জয়ের ভিত গড়ে দিয়েছিলেন দুজনে। 

বিজ্ঞাপন

নাঈম-সৌম্যের পর সাজঘরে ফিরে গেছেন সাকিব আল হাসানও। ওয়েলিংটন মাসাকাদজার বলে সিকান্দার রাজার হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে সাকিব আল হাসান দলীয় স্কোরে যোগ করেন মাত্র ১২ রান। 

ওয়েলিংটন মাসাকাদজা শিকার করেছেন তিন উইকেট। ব্লেসিং মুজারাবানি নিয়েছেন দুটি উইকেট। উইকেটে আছেন এখন আফিফ হোসেন (১৭*) ও শামীম হোসেন (২৯*)।