করোনার হানায় উইন্ডিজ-অস্ট্রেলিয়ার ওয়ানডে স্থগিত

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

করোনার কারণে পিছিয়ে গেল সিরিজের দ্বিতীয় ওয়ানডে

করোনার কারণে পিছিয়ে গেল সিরিজের দ্বিতীয় ওয়ানডে

ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় ওয়ানডেতে টস পর্যন্ত হয়ে গিয়েছিল। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্তও নিয়ে ফেলেছিল অস্ট্রেলিয়া। 

কিন্তু খেলা শুরুর কয়েক মিনিট আগে আসা এক খারাপ খবরে সব এলোমেলো হয়ে যায়। একজনের করোনা পজিটিভ হওয়ার খবরে শেষে স্থগিত হয়ে যায় ম্যাচটি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) জানিয়েছে, যিনি কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট পেয়েছেন তিনি খেলোয়াড় নন। তবে তার পরিচয় জানায়নি সিডব্লিউআই।

খবর পেয়ে দ্রুত দুদলকে পাঠানো হয় হোটেলে। নতুন করে সবার করোনা টেস্ট করা হবে। তবে নেগেটিভ রিপোর্ট আসার আগ পর্যন্ত সবাই থাকবেন আইসোলেশনে।

বিজ্ঞাপন

সবাই নেগেটিভ রিপোর্ট পেলেই ম্যাচটির নতুন সময়সূচি জানানো হবে।

প্রথম ওয়ানডে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। আগামীকাল শনিবার তৃতীয় ও শেষ ওয়ানডে খেলার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়ার।