আমিরাত-ওমানে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ: আইসিসি
ভারতের মাটিতে বসছে না এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সংযুক্ত আরব আমিরাত ও ওমানের চারটি ভেন্যুতে হবে ক্রিকেটের এ বৈশ্বিক আসর। খবরটি নিশ্চিত করেছে আইসিসি। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম, আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়াম, শারজাহ স্টেডিয়াম ও ওমান ক্রিকেট একাডেমিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর।
তার আগে অবশ্য খবরটি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়েছিলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত থেকে আরব আমিরাতে স্থানান্তরিত হচ্ছে। আমরা আনুষ্ঠানিকভাবে আইসিসি’কে বিষয়টি জানিয়ে দিয়েছি।’
আগামী ১৭ অক্টোবর মাঠে গড়াবে টি-টায়েন্টি বিশ্বকাপ। ফাইনাল দিয়ে ১৪ নভেম্বর শেষ হবে ১৬ দলের এ বিশ্ব আসর। তবে টুর্নামেন্টের আয়োজক হিসেবে থাকছে ভারতই।
ভারতের মাটিতে এর আগে শেষ করা যায়নি আইপিএল। করোনার হানায় গত মে মাসে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায় দেশটি ঘরোয়া এ টি-টোয়েন্টি আসর। এই টুর্নামেন্টের বাকি অংশও হবে সংযুক্ত আরব আমি রাতে।