টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে আমিরাতে: সৌরভ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সৌরভ গাঙ্গুলি

সৌরভ গাঙ্গুলি

খবরটি আগেই ছড়িয়ে পড়েছিল। ভারতে হচ্ছে না আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। বৈশ্বিক এ টুর্নামেন্ট হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। সৌরভ গাঙ্গুলি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত থেকে আরব আমিরাতে স্থানান্তরিত হচ্ছে। আমরা আনুষ্ঠানিকভাবে আইসিসি’কে বিষয়টি জানিয়ে দিয়েছি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’ 

আগামী ১৭ অক্টোবর মাঠে গড়াবে টি-টায়েন্টি বিশ্বকাপ। ফাইনাল দিয়ে ১৪ নভেম্বর শেষ হবে ১৬ দলের এ বিশ্ব আসর। তবে টুর্নামেন্টের আয়োজক হিসেবে থাকছে ভারতই।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি বিশ্বকাপ এ বছর আমিরাতে হচ্ছে। খবরটি আগেই অবশ্য জানিয়ে ছিল জনপ্রিয় ক্রিকেট ওয়েবপোর্টাল ক্রিকইনফো। তবে আইসিসি এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

ভারতের মাটিতে এর আগে শেষ করা যায়নি আইপিএল। করোনার হানায় গত মে মাসে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায় দেশটি ঘরোয়া এ টি-টোয়েন্টি আসর। এই টুর্নামেন্টের বাকি অংশও হবে সংযুক্ত আরব আমিরাতে।

বিজ্ঞাপন