টেস্ট দলে ফিরলেন মাহমুদউল্লাহ
জিম্বাবুয়ে সফরের টেস্ট স্কোয়াডে শুরুতে রাখা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদকে। তবে হঠাৎ করেই এ তারকা অলরাউন্ডারকে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রায় ১৬ মাস পর সাদা পোশাকের দলে ফিরলেন মাহমুদউল্লাহ।
শুরুতে জিম্বাবুয়ে বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৭ সদস্যের দল দিয়েছিল বিসিবি। মাহমুদউল্লাহ যোগ দেওয়ায় লাল বলের দলে ক্রিকেটারদের সংখ্যাটা বেড়ে দাঁড়াল ১৮।
আজ শনিবার, ২৬ জুন মাহমুদল্লাহকে টেস্ট দলে জায়গা করে দেওয়ার খবর নিশ্চিত করেছে বিসিবি। বাংলাদেশের হয়ে তিনি সর্বশেষ টেস্ট খেলেন ২০২০ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টটি মাঠে গড়াবে ৭ জুলাই।
টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ রয়েছেন ওয়ানডে দলে। সোমবার রাতেই জিম্বাবুয়ের পথে দেশ ছাড়বে বাংলাদেশ দল।
টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, ইয়াসির আলি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও শরিফু ল ইসলাম।