৭ জুলাই শুরু বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

সোমবার রাতে জিম্বাবুয়ের উদ্দেশে ঢাকা ছাড়বে টাইগার ক্রিকেটাররা। আফ্রিকার দেশটিতে মাত্র একদিন কোয়ারেন্টিনে থাকলেই মুক্তি মিলবে লাল-সবুজের প্রতিনিধিদের। পুরো সিরিজই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। জৈব-সুরক্ষা বলয়ের সিরিজে মাঠে দর্শক প্রবেশ করতে পারবে না।

একমাত্র টেস্ট মাঠে গড়াবে ৭ জুলাই। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে ১৬ জুলাই শুরু ওয়ানডে সিরিজ। বাকি দুই ওয়ানডে হবে ১৮ ও ২০ জুলাই। তিনটি টি-টোয়েন্টি হবে ২৩, ২৫ ও ২৭ জুলাই।

বিজ্ঞাপন

টেস্ট ও ওয়ানডে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দেড়টা। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় বেলা তিনটায়।

সফরে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। টেস্টের আগে ৩ ও ৪ জুলাই হবে দুই দিনের প্রস্তুতি ম্যাচ। ১৪ জুলাই হবে একদিনের প্রস্তুতি ম্যাচ। প্রস্তুতি ম্যাচে স্থানীয় ক্রিকেটার দিবে জিম্বাবুয়ে ক্রিকেট।

বিজ্ঞাপন