কেশব মহারাজের হ্যাটট্রিকে সিরিজ দক্ষিণ আফ্রিকার

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

হ্যাটট্রিকম্যান কেশব মহারাজ

হ্যাটট্রিকম্যান কেশব মহারাজ

কেশব মহারাজের দুরন্ত হ্যাটট্রিকে দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ১৫৮ রানে হারিয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। সুবাদে দুই টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে জিতল প্রোটিয়ারা।

৬১ বছর পর দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিকের স্বাদ পেলেন কেশব মহারাজ। ১৯৬০ সালে লর্ডস টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকাকে প্রথম হ্যাটট্রিক উপহার দিয়েছিলেন জেফ গ্রিফিন। 

বিজ্ঞাপন

ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য ছিল ৩২৪ রান। ব্যাট হাতে যা একটু লড়াই করেছেন কিয়েরন পাওয়েল (৫১)। ফিফটি করে সাজঘরে ফেরেন তিনি। 

চতুর্থ দিন ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ১৬৫ রানে। একাই পাঁচ উইকেট শিকার করেন কেশব মহারাজ। তিন উইকেট নেন ম্যাচ সেরা ক্যাগিসো রাবাদা। সিরিজ সেরা হন কুইন্টন ডি কক।

বিজ্ঞাপন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট লুসিয়া টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। ১৭৪ রানে গুটিয়ে যায় তারা। তার আগে ২৯৮ রানে থামে সফরকারী দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। জবাবে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ১৪৯ রানে গুটিয়ে যায়।