ওয়ানডে থেকে অবসরে কেভিন ও ব্রায়েন
বড় ভাই নেইল ও ব্রায়েন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আগেই। ক্যারিয়ার গড়েছেন এখন ধারাভাষ্যে। এবার ওয়ানডে ক্রিকেটকে গুডবাই বলে দিলেন তার ছোট ভাই কেভিন ও ব্রায়েন।
শুক্রবার, ১৮ জুন তার অবসরের খবর নিশ্চিত করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ৫০ বলে দ্রুততম সেঞ্চুরি হাঁকিয়ে ছিলেন কেভিন।
কেভিন জানান, ‘আয়ারল্যান্ডের হয়ে ১৫ বছর খেলার পর এটাই সঠিক সময় ওয়ানডে ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর। ১৫৩ ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করা অনেক সম্মানের। আমি এখান থেকে যে স্মৃতি কুড়িয়েছি তা আজীবন থাকবে।’
আইরিশদের হয়ে সর্বাধিক ১৫৩ ওয়ানডে খেলার রেকর্ডটা রেকর্ড করেছেন কেভিন। একদিনের ক্রিকেটে ৩৬১৯ রানের মালিক তিনি। দেশের হয়ে সর্বাধিক ১১৪টি উইকেট নেওয়ার রেকর্ডও রয়েছে তার দখলে।
ওয়ানডে ক্রিকেটকে বিদায় বললেও আয়ারল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি ও টেস্ট খেলে যাবেন এ তারকা অলরাউন্ডার।