চ্যাম্পিয়নরা ১৩ কোটি, বাংলাদেশ পাবে ৮৪ লাখ টাকা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

টাইগার ক্রিকেটাররা

টাইগার ক্রিকেটাররা

প্রথম আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে লড়বে ভারত ও নিউজিল্যান্ড। ইংল্যান্ডের মাটিতে ম্যাচটি শুরু হচ্ছে সামনে ১৮ জুন। এবার জানা গেল প্রাইজমানির পরিমাণ। 

টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি জয়ী দল প্রাইজমানি হিসেবে পাবে ১৬ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ কোটি ৫৭ লাখ টাকা। রানার্স-আপ দল পাবে চ্যাম্পিয়নের অর্ধেক প্রাইজমানি। মানে ৮ লাখ ডলার। যা প্রায় ৬ কোটি সাড়ে ৭৮ লাখ টাকা।

বিজ্ঞাপন

ফাইনাল ম্যাচ ড্র হলে ২৪ লাখ ডলার দুই দলের মধ্যে সমান ভাবে ভাগ করে দেওয়া হবে। তখন ভারত ও নিউজিল্যান্ড পাবে ১২ লাখ ডলার করে।

টেস্ট চ্যাম্পিয়নশিপে তৃতীয় হওয়া অস্ট্রেলিয়া পাবে সাড়ে চার লাখ ডলার। সেটা প্রায় ৩ কোটি ৮২ লাখ টাকা। চতুর্থ ইংল্যান্ড পাবে সাড়ে তিন লাখ ডলার। তা প্রায় ২ কোটি ৯৭ লাখ টাকা। পাঁচে থাকা পাকিস্তান পাচ্ছে ২ লাখ ডলার। তা প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা।

বিজ্ঞাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপে শেষ চারে থাকা দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও বাংলাদেশ পাবে এক লাখ ডলার করে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮৪ লাখ ৮০ হাজার টাকা। 

টেস্ট চ্যাম্পিয়নশিপে ৭ ম্যাচ খেলে ৬টিতেই হার মেনেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে একটি টেস্ট ড্র করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।