আইসিসি'র হল অব ফেমে সাঙ্গাকারা-ফ্লাওয়াররা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আইসিসি'র সম্মাননা পাওয়া দশ ক্রিকেটার

আইসিসি'র সম্মাননা পাওয়া দশ ক্রিকেটার

নিউজিল্যান্ড-ভারতের মধ্যকার প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সামনে রেখে ১০ জন ক্রিকেটারকে হল অব ফেমে অভিষিক্ত করেছে আইসিসি। এজন্য একটি বিশেষ তালিকা করেছে বিশ্ব ক্রিকেটের এ নিয়ন্ত্রক সংস্থা। এই দশ ক্রিকেটারের সম্মিলিত ক্যারিয়ারের পরিধি একশ বছরের অধিক।

ক্রিকেটের শুরু থেকে আধুনিক যুগ পর্যন্ত পাঁচটি ভাগে ভাগ করে প্রতিটি যুগ থেকে দুই জন করে ক্রিকেটার অন্তর্ভুক্ত করা হয়েছে আইসিসি'র হল অব ফেমে। 

বিজ্ঞাপন

ক্রিকেটের শুরুর যুগ থেকে এই সম্মাননা পেয়েছেন মন্টি নোবেল ও অব্রি ফকনার। দুই বিশ্ব যুদ্ধের মধ্যবর্তী সময় থেকে রয়েছেন লিয়েরি কনস্ট্যানটাইন ও স্ট্যান ম্যাককেব। বিশ্ব যুদ্ধের পরের যুগ থেকে আছেন ভিনু মানকড় ও টেড ডেক্সটার।

ওয়ানডে যুগ থেকে জায়গা করে নিয়েছেন বব উইলিস ও ডেসমন্ড হেইন্স। আধুনিক যুগের কুমার সাঙ্গাকারা ও অ্যান্ডি ফ্লাওয়ার যোগ দিয়েছেন এ তালিকায়। 

বিজ্ঞাপন

এ নিয়ে আইসিসি হল অব ফেমে জায়গা পেলেন ১০৩ জন ক্রিকেটার। জিম্বাবুয়ে থেকে প্রথম ক্রিকেটার হিসেবে মর্যাদার এ আসনে বসলেন অ্যান্ডি ফ্লাওয়ার।