ইংল্যান্ডকে ৮ উইকেটে হারাল নিউজিল্যান্ড

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ট্রেন্ট বোল্টের উইকেট উদযাপন

ট্রেন্ট বোল্টের উইকেট উদযাপন

সিরিজের শেষ টেস্টে ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। দুরন্ত এ জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে প্রতিপক্ষ ভারতকে সতর্কবার্তাও দিয়ে ফেলল কিউইরা।

জয়ের সুবাসটা তৃতীয় দিনেই পেয়ে গিয়েছিল অতিথি নিউজিল্যান্ড। চতুর্থ দিনে বাকি কাজটা সারল ব্ল্যাক ক্যাপ শিবির। দিনের প্রথম বলেই শেষ ইংলিশ ব্যাটসম্যান ওলি স্টোনসকে ফেরান ট্রেন্ট বোল্ট। পরে ৪০ রানের সহজ লক্ষ্যটা নিউজিল্যান্ড টপকে যায় মাত্র দুই উইকেট হারিয়ে। 

বিজ্ঞাপন

প্রথম টেস্ট হয়েছিল ড্র। ফলে দুই টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে জিতল সফরকারীরা। এ নিয়ে ৩৫ বছর পর টেস্টে ইংল্যান্ডকে ৮ উইকেটে ধরাশায়ী করেছে নিউজিল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর:

বিজ্ঞাপন

ইংল্যান্ড প্রথম ইনিংস: ৩০৩/১০ (লরেন্স ৮১*, বার্নস ৮১; বোল্ট ৪-৮৫)।

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৩৮৮/১০ (ইয়াং ৮২, কনওয়ে ৮০, টেলর ৮০; ব্রড ৪-৪৮)।

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস: ১২২/১০ (উড ২৯; ওয়াগনার ৩-১৮, হেনরি ৩-৩৬)। 

নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস: ৪১/২ (ল্যাথাম ২৩*)।

ম্যাচ ফল: নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী।

সিরিজ ফল: নিউজিল্যান্ড ১-০ ব্যবধানে জয়ী।

ম্যাচ সেরা: ম্যাট হেনরি।

সিরিজ সেরা: ডেভন কনওয়ে (নিউজিল্যান্ড) ও ররি বার্নস (ইংল্যান্ড)।