টাইগারদের টাইটেল স্পন্সর আলেশা মার্ট
টাইটেল স্পন্সর হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি করেছে ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্ট। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে হচ্ছে দুপক্ষের সম্পর্কের শুরু।
আইসিসি’র বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে এই লঙ্কান সিরিজ থেকে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ঘরের মাঠে বাংলাদেশের সব ক্রিকেট সিরিজে টাইটেল স্পন্সর থাকবে আলেশা মার্ট।
আজ শনিবার, ২২ মে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে খবরটি নিশ্চিত করেন বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
আলেশা মার্ট ২৮ মাস টাইটেল স্পন্সর থাকবে বাংলাদেশের। নিউজিল্যান্ড সফরেও বাংলাদেশের ক্রিকেট সিরিজের টাইটেল স্পন্সর ছিল আলেশা মার্ট। পাশাপাশি পাওয়ার্ড বাই হিসেবে পৃষ্ঠপোষকতা করবে ওয়ালটন।
এই সময়ে টাইগার ক্রিকেটাররা দেশের মাটিতে ৯টি সিরিজ খেলবে। সব মিলিয়ে ৭টি টেস্ট, ১৮টি ওয়ানডে ও ১৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা লাল-সবুজের প্রতিনিধিদের।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আলেশা মার্টের কর্মকর্তা নাহিদ জাহান ও ওয়ালটনের নির্বাহী পরিচালক উদয় হাকিম।