ভারত সিরিজ বয়কট করতে চায় লঙ্কান ক্রিকেটাররা
ক্যাপ্টেন কুশল পেরেরার দল এখন প্রস্তুত হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য। বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরু হচ্ছে আগামীকাল রোববার, ২৩ মে। অনুশীলন শেষে প্রস্তুতি ম্যাচও খেলে ফেলেছে তারা। আজ শনিবার, ২২ মে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শেষবারের মতো প্র্যাকটিস সেশন করতে যাচ্ছে অতিথি ক্রিকেটাররা।
অন্যদিকে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের সঙ্গে আইনি লড়াই চালিয়ে যেতে কাজ করে যাচ্ছেন দেশটির সিনিয়র ক্রিকেটাররা। নতুন চুক্তিতে ক্রিকেটারদের বেতন ৪০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। সেই আশঙ্কা থেকেই নড়েচড়ে বসেছে দেশটির ক্রিকেটাররা। এ নিয়ে আইনজীবীদের সঙ্গে কাজ করে যাচ্ছে এখন দিমুথ করুনারত্নে, দিনেশ চান্ডিমাল ও অ্যাঞ্জেলো ম্যাথুসরা। এমন খবরই দিয়েছে শ্রীলঙ্কান গণমাধ্যম।
টাইগারদের বিপক্ষে ওয়ানডে সিরিজ হলেও আগামী জুলাইতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ভারতের। বেতন-ভাতা-বোনাস কমিয়ে নতুন চুক্তি করতে বাধ্য করলে সেই সিরিজে নাও খেলতে পারে লঙ্কান ক্রিকেটাররা। দাবি মানা না হলে ভারত সিরিজ বয়কট করতে পারেন তারা।