টোকিও অলিম্পিকে স্প্রিন্টার জহির রায়হান
টোকিও অলিম্পিকে বাংলাদেশের প্রতিনিধি যোগ হলো আরও একজন। বিশ্বের বৃহত্তম এই ক্রীড়া আসরের ওয়াইল্ড কার্ড পেলেন এবার জহির রায়হান। তিনি ওয়াইল্ড কার্ড পেয়েছেন ট্র্যাক এন্ড ফিল্ডে।
৪০০ মিটার ইভেন্টের দৌড়বিদ জহির রায়হানকে টোকিও অলিম্পিকে জন্য মনোনীত করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন (বিএএফ)। ওয়াইল্ড কার্ড প্রত্যাশী ছিলেন দেশের দ্রুততম মানব-মানবী ইসমাইল হোসেন-শিরিন আক্তারও।
অ্যাথলেটিকস ফেডারেশন শুরুতে তিন জন স্প্রিন্টারের নাম পাঠিয়েছিল ওয়ার্ল্ড অ্যাথলেটিকসে। পরে অ্যাথলেটিকসের আন্তর্জাতিক সংস্থাটি একজনের নাম পাঠাতে বলে। তাই সব কিছু বিবেচনা করে জহির রায়হানের নাম দেয় ফেডারেশন। খবরটি নিশ্চিত করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু।
দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে সবার আগে টোকিও অলিম্পিকের টিকিট ছিনিয়ে নিয়েছেন আরচার রোমান সানা। সাঁতারে ওয়াইল্ড কার্ড পেয়েছেন জুনাইনা আহমেদ ও আরিফুল ইসলাম। শ্যুটিং, আরচারিতেও ওয়াইল্ড কার্ড পাওয়ার সম্ভাবনা রয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।