করোনায় বাতিল চলতি বছরের এশিয়া কাপ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

এশিয়া কাপ

এশিয়া কাপ

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপ হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি সংস্করণে। কিন্তু করোনার কারণে এ বছর হচ্ছে না এশিয়া কাপ। বাতিল হয়ে গেছে ক্রিকেটের এ আসর। এমন খবরই দিয়েছে সংবাদ সংস্থা এএফপি।

২০২০ সালে এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু ভয়ানক করোনাভাইরাসের ছোবলে টুর্নামেন্টটি আয়োজন করা সম্ভব হয়নি। ফলে স্থগিত হয়ে যায় এশিয়ান ক্রিকেটের এ গুরুত্বপূর্ণ আসর।

বিজ্ঞাপন

তবে এ বছর টুর্নামেন্ট আয়োজন করার কথা ছিল শ্রীলঙ্কার। কিন্তু করোনার হানার কারণে তারা টুর্নামেন্টটি বাতিল করেছে। তার মানে এ বছরও হচ্ছে না এশিয়া কাপ।

শ্রীলঙ্কার ক্রিকেটের (এসএলসি) প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা জানিয়েছেন, ‘বর্তমান করোনা পরিস্থিতির কারণে চলতি বছরের জুনে টুর্নামেন্টটি আয়োজন করা সম্ভব নয়।’

বিজ্ঞাপন

তবে টুর্নামেন্টটি কবে হবে তা ঠিক নিশ্চিত করে বলছে পারেননি অ্যাশলি ডি সিলভা। তিনি শুধু জানিয়েছেন, এশিয়া কাপ ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। 

এতদিন করোনা সংক্রমণ ও মৃত্যুর হার কেবল ভারত, পাকিস্তান ও বাংলাদেশে বাড়ছিল। কিন্তু এবার করোনা ছোবল মারতে শুরু করেছে এশিয়া কাপের আয়োজক শ্রীলঙ্কার মাটিতেও। দ্বীপরাষ্ট্রটিতে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার দিন দিন বেড়েই চলেছে। যে কারণে দশ দিনের জন্য দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে লঙ্কান সরকার।