সন্ধ্যায় বঙ্গবন্ধু কাবাডির ফাইনালে বাংলাদেশ-কেনিয়ার লড়াই

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শিরোপার জন্য লড়বে আজ বাংলাদেশ

শিরোপার জন্য লড়বে আজ বাংলাদেশ

বাংলাদেশ আগেই নাম লিখেছে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের ফাইনালে। টানা চার জয়ে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে ৩১ মার্চ, বুধবার শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিট কেটেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ফাইনালে তাদের প্রতিপক্ষও ঠিক হয়েছে। শিরোপা ছিনিয়ে নিতে বাংলাদেশ আজ লড়বে কেনিয়ার বিপক্ষে।

শুক্রবার, ২ এপ্রিল সন্ধ্যা ৭টায় ফাইনালে কেনিয়াকে মোকাবেলা করবে বাংলাদেশ। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ফর্ম ধরে রেখে শিরোপা জয়ের স্বপ্ন বুনে চলেছে দেশের দামাল ছেলেরা।

বিজ্ঞাপন

লিগ ম্যাচের লড়াইয়ে এর আগে কেনিয়াকে ৩২-২৯ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। জয় ছিনিয়ে নিয়েছে পোল্যান্ড, কেনিয়া, নেপাল ও শ্রীলঙ্কার বিপক্ষেও। দুরন্ত পারফরম্যান্সে দল অজেয় থাকায় ফাইনাল নিয়ে বাংলাদেশ কোচ সাজুরাম গয়াতের প্রত্যাশা একটু বেশিই।

জাতীয় ভলিবল স্টেডিয়ামে বৃহস্পতিবার জমজমাট লড়াইয়ে শ্রীলঙ্কাকে ৩৭-৩৬ পয়েন্টে ধরাশায়ী করে ফাইনালে পৌঁছে গেছে কেনিয়া।

বিজ্ঞাপন