সাকিবই নাম্বার ওয়ান, র‍্যাঙ্কিংয়ে আগালেন তামিম-মিঠুন

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

একই ফ্রেমে সাকিব-তামিম

একই ফ্রেমে সাকিব-তামিম

নিউজিল্যান্ড সফরে নেই সাকিব আল হাসান। ঘরে পুত্র সন্তানকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন ছুটিতে। দেশে ফিরে এখন চালাচ্ছেন আইপিএলের অনুশীলন। মাঠের ক্রিকেট থেকে দূরে থাকলেও ওয়ানডে ক্রিকেটের অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানটা ঠিকই ধরে রেখেছেন দেশের এ ক্রিকেট মহাতারকা।

একদিনের ক্রিকেটের রক্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তামিম ইকবাল ও মোহাম্মদ মিঠুনের। ক্রাইস্টচার্চের দ্বিতীয় ওয়ানডেতে ৭৮ রানের দাপুটে ইনিংস খেলে তিন ধাপ ওপরে উঠেছেন টাইগারদের ওয়ানডে ক্যাপ্টেন। পৌঁছে গেছে ১৯তম স্থানে।

বিজ্ঞাপন

৭৩ রানের দুরন্ত হাফ-সেঞ্চুরি খেলে মিঠুন এগিয়েছেন ১২ ধাপ। ৯৪তম স্থান থেকে উঠে গেছেন ৮২তম স্থানে।

ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে রোহিত শর্মাকে টপকে দ্বিতীয় স্থান দখল করেছেন বাবর আজম।

বিজ্ঞাপন