বিএসজেএ'র সভাপতি সাইদুজ্জামান, সাধারণ সম্পাদক আনিসুর
বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠের এটিএম সাইদুজ্জামান। তিনি পেয়েছেন ৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাগোনিউজের বিশেষ প্রতিনিধি আরিফুর রহমান বাবু পেয়েছেন ৪০ ভোট।
দ্য ডেইলি স্টারের আনিসুর রহমান পল্টু ৫৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ২৯ ভোট পেয়ে তার কাছে হেরে গেছেন মাছরাঙা টিভির জাহিদুর রহমান চৌধুরী। আর সহ-সভাপতি পদে জিতেছেন এনটিভির বর্ষণ কবির, সাইদুর রহমান শামীম ও রায়হান আল মুঘনি।
যুগ্ম সম্পাদক পদে বৈশাখী টিভির এস এম সুমন, কোষাধ্যক্ষ পদে ডেইলি স্টারের মাজহার উদ্দিন অমি ও নির্বাহী সদস্য পদে জিতেছেন মিনহাজ উদ্দিন খান, মানজুর মোরশেদ, সামিনা রশ্নি, রবিউল ইসলাম, সামিউল টিটু ও জ্যোতির্ময় মন্ডল।
শুক্রবারের নির্বাচনে ৮৯ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৮৩ জন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জালাল আহমেদ চৌধুরী।