ওপেনার সাদমানও নেই ঢাকা টেস্টে
ওপেনার সাদমান ইসলামও সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না। তাকেই বাইরে রেখেই ঢাকা টেস্টের জন্য পরিকল্পনা করছে বাংলাদেশ। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে ফিল্ডিংয়ের সময় হিপ ইনজুরিতে পড়েছিলেন এই বাঁহাতি ওপেনার। ম্যাচে ফিল্ডিংয়ের লম্বা সময় মাঠের বাইরেও ছিলেন। কিন্তু সেই ইনজুরি থেকে পুরোপুরি মুক্ত হতে পারেননি। বিসিবির মেডিকেল টিম তাকে পুরো সুস্থ না হয়ে উঠা পর্যন্ত বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে।
আগেই জানান হয়েছিল, ইনজুরির জন্য সাকিব আল হাসানও ঢাকা টেস্ট মিস করছেন। সাকিবও চট্টগ্রাম টেস্টে উরুতে চোট পেয়েছিলেন। সেই ম্যাচের প্রথম ইনিংসে ব্যাটিং এবং ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ৬ ওভার করা ছাড়া আর বাকিটা সময় মাঠে নামতেই পারেননি সাকিব।
সিরিজে ১-০ তে পিছিয়ে থাকা বাংলাদেশ দল গুরুত্বপূর্ণ দুজন ক্রিকেটারকে শেষ ম্যাচে পাচ্ছে না। সন্দেহ নেই সিরিজ নির্ধারনী শেষ টেস্টের আগে এই ইনজুরির ধাক্কায় বাংলাদেশের পরিকল্পনা ওলট-পালট হয়ে যাচ্ছে। সাকিবের জায়গায় সৌম্য সরকারকে দলে ডাকা হয়েছে। সাদমানের জায়গায় নতুন কাউকে নেওয়া হবে কিনা-তা এখন পর্যন্ত জানায়নি বিসিবি।
সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট শুরু হচ্ছে ১১ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার থেকে।