পুনরায় করোনা পরীক্ষা করিয়েছেন ডা. জাফরুল্লাহ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ডা. জাফরুল্লাহ চৌধুরী

ডা. জাফরুল্লাহ চৌধুরী

করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত গণস্বাস্থ্যের ট্রাস্টি ও প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী পুনরায় নমুনা পরীক্ষা করিয়েছেন।

রোববার (৭ জুন) ১৪ দিন পর ডা. জাফরুল্লাহ চৌধুরীর পুনরায় করোনা পিসিআর টেস্ট করানো হয় বলে নিশ্চিত করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরীর কিছুটা শারীরিক উন্নতি ঘটেছে। চিকিৎসকগন মনে করেন গত শনিবার থেকে এখন পর্যন্ত একই রকম। আপনা‌দের সক‌লের দোয়া চেয়েছেন তিনি।’

গত ২৪ মে বিকেল ৫টায় গনস্বাস্থ্য নগর হাসপাতালে গনস্বাস্থ্য কর্তৃক আবিষ্কৃত কিট দিয়ে বৈজ্ঞানিক বিজন শীল তার করোনা টেস্ট করলে পজিটিভ রিপোর্ট আসে। তার দু’দিন পর বিএসএমএমইউতেও তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

বিজ্ঞাপন

করোনা আক্রান্ত হওয়ার পর থেকে ডা. জাফরুল্লাহ চৌধুরী নিজের স্থা‌পিত প্র‌তিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতা‌লে ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফি, অধ্যাপক ডা. নজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।