বেতন-ভাতার টাকা ত্রাণ তহবিলে দিলেন ইনু-শিরীন

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

দলের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার

দলের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) দুই সংসদ সদস্য আগামী তিন মাসের বেতন-ভাতা সরকারের করোনা তহবিলে জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে পরবর্তী নয় মাস পর্যন্ত বেতন-ভাতা-সুযোগ-সুবিধার অর্ধেক পরিমাণ এই তহবিলে দান করার কথা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জাসদের এই সংসদ সদস্যরা হলেন দলের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার। তারা সরকারি ব্যয় কমানোর জন্য প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর সরকারি ব্যয় কমানোর আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসবেন সকল সংসদ সদস্য। স্পিকার এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও শিরীন আখতার এমপি।