খালেদার মুক্তির খবরে হাসপাতালে নেতাকর্মীদের ভিড়

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

খালেদার মুক্তির খবরে হাসপাতালে নেতাকর্মীদের ভিড়, ছবি: বার্তা২৪.কম

খালেদার মুক্তির খবরে হাসপাতালে নেতাকর্মীদের ভিড়, ছবি: বার্তা২৪.কম

শর্ত সাপেক্ষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ছয় মাসের জন্য সাজা স্থগিত রেখে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে গুলশান অফিসে আইনমন্ত্রী আনিসুল হক প্রেস ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান। বিষয়টি গণমাধ্যমে প্রচারের পরপরই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভিড় করেছেন বিএনপির নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম-সচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, কৃষকদল নেতা শাহজাহান মিয়া সম্রাট, কেএম রকিবুল ইসলাম রিপনসহ দলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত হয়েছেন। তাদের কেউ কেউ চলে গেলেও অনেক নেতাকর্মী এখনো রয়েছেন।

সরজমিনে দেখা গেছে, নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত। দেশে করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে দলের চেয়ারপারসন মুক্তিতে তারা আনন্দিত। নিরাপত্তার কারণে গণমাধ্যমকর্মীদের প্রবেশ করতে দিলেও গেট বন্ধ রাখা হয়েছে। যার কারণে অনেক নেতাকর্মী গেটের বাইরে অপেক্ষা করছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যও মোতায়েন করা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আমি মনে করি সারা দেশে আমাদের নেতাকর্মীদের যে উদ্বিগ্নতা, সেটা কিছুটা হলেও অবসান হবে। বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির মধ্যে আমাদের নেত্রী মুক্তি পাচ্ছে, সেটা আমাদের কিছু হলেও স্বস্তি দিচ্ছে।’

বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘চেয়ারপারসন মুক্তি সংক্রান্ত সুপারিশ ফাইল আইন মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আশা করি আজ ম্যাডাম মুক্তি পাবেন। ম্যাডামকে এখান থেকে বিশেষায়িত হাসপাতাল কিংবা বাসায় নেওয়া হবে কিনা, এ ব্যাপারে এখনো দল বা পরিবারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।’