বেগম জিয়ার মুক্তি অনেক আগেই হওয়া উচিত ছিল: আলাল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

মোয়াজ্জেম হোসেন আলাল/ছবি: সংগৃহীত

মোয়াজ্জেম হোসেন আলাল/ছবি: সংগৃহীত

শর্তসাপেক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৬ মাসের জন্য সাজা স্থগিত রেখে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের এ সিদ্ধান্ত অনেক আগে নেওয়া উচিত ছিল বলে মনে করেন দলের যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বার্তা২৪.কম-কে এ কথা জানান তিনি।

বিজ্ঞাপন

আলাল বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তিতে আমি ব্যক্তিগতভাবে আনন্দিত। আল্লাহর কাছে সন্তুষ্টি প্রকাশ করছি। যদি বেগম খালেদা জিয়ার মুক্তি হয় তাহলে তার অতীতে দেশ পরিচালনার অভিজ্ঞতা থেকে জাতীয় দুর্যোগ মোকাবিলায় সহযোগিতা করতে পারবেন। 

আরও পড়ুন: শর্তসাপেক্ষে খালেদা জিয়াকে মুক্তি দিচ্ছে সরকার

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার মুক্তি অনেক আগেই হওয়া উচিত ছিল। আমরা বার বার এটা চাচ্ছিলাম।

এর আগে বেগম খালেদা জিয়ার মুক্তি দেয়ার সিদ্ধান্তের কথা জানার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বার্তা২৪.কমকে খুশির কথা জানান খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার। তিনি বলেন, উনার মুক্তির সিদ্ধান্তে আমরা আনন্দিত।