ঢাকা উত্তরে কামরুল, দক্ষিণে মিলন জাপার মেয়র প্রার্থী

  ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন
  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

জিএম কামরুল ইসলাম ও সাইফুদ্দিন আহমেদ মিলন (ডানে), ছবি: সংগৃহীত

জিএম কামরুল ইসলাম ও সাইফুদ্দিন আহমেদ মিলন (ডানে), ছবি: সংগৃহীত

জাতীয় পার্টি ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) বিগ্রেডিয়ার জেনারেল (অব.) জিএম কামরুল ইসলামকে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) সাইফুদ্দিন আহমেদ মিলনকে মেয়র পদে মনোনয়ন দিতে যাচ্ছে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির সেক্রেটারি শফিকুল ইসলাম সেন্টু এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

রোববার (২৯ ডিসেম্বর) তিনি বার্তা২৪.কমকে বলেন, আজকের মধ্যেই প্রার্থীদের নাম ঘোষণা করার কথা রয়েছে।

প্রেসিডিয়াম সদস্য মিলন বিগত সিটি করপোরেশন নির্বাচনেও মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আর জিএম কামরুল ইসলাম গত ২৪ ডিসেম্বর জাপায় যোগদান করেন। তিনি বাংলাদেশ গলফ ক্লাবের প্রেসিডেন্ট এবং গলফ ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ছিলেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের একাধিক সভায় বলেছেন, আমরা এককভাবে ভোটের প্রস্তুতি নিচ্ছি। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো প্রস্তাব এলে সেভাবে পদক্ষেপ নেওয়া হবে।

পার্টি সূত্র জানিয়েছে, জাপা একটি মেয়র দাবি করবে। না হলে শেষ পর্যন্ত কিছু কাউন্সিলর আদায় করতে চাইবে।