এনআরসির প্রভাব বাংলাদেশে পড়বে না: জিএম কাদের

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সভায় বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

সভায় বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

আসামের জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসির প্রভাব বাংলাদেশে পড়বে না বলে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।

তিনি বলেছেন, ‘আমরা লক্ষ্য করছি, এনআরসির কোনো প্রভাব এখনো বাংলাদেশে পড়েনি। আমরা আস্থাশীল এনআরসির প্রভাব বাংলাদেশে পড়বে না।’

বিজ্ঞাপন

সোমবার (৪ অক্টোবর) দুপুরে রাজধানীর শান্তিনগরস্থ হোয়াইট হাউস হোটেলে সার্ক কালচারাল সোসাইটি আয়োজিত এক সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘আসামের এনআরসির বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশকে আশ্বস্ত করেছে যে, এর কোনো বিরূপ প্রভাব বাংলাদেশে পড়বে না। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বারবার বলেছেন, এনআরসির প্রভাব বাংলাদেশে পড়বে না।’

তিনি আরও বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকলে বাংলাদেশ অনেক বেশি লাভবান হবে। ভারতের অনেকগুলো রাজ্যের সঙ্গে বাংলাদেশের মানুষের ঐতিহ্যগতভাবে সাংস্কৃতিক ও ভাষাগত মিল রয়েছে। অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয়তার বন্ধন রয়েছে বন্ধু প্রতিম দুটি দেশের মানুষের মাঝে। বাংলাদেশ সরকারের আন্তরিক প্রচেষ্টায় সীমান্তবর্তী সন্ত্রাস নির্মূল হয়েছে।’

সভায় বিশেষ অতিথির বক্তব্যে ত্রিপুরা বিধান সভার স্পিকার শ্রী রেবতী মোহন দাস বলেন, ‘ত্রিপুরা রাজ্যের ৮০ ভাগ সীমান্ত বাংলাদেশের সঙ্গে। ত্রিপুরা সব সময় বন্ধু হিসেবে বাংলাদেশকে পাশে পেয়েছে। বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার সম্পর্ক আরও গভীর করতে সব সময় সহায়তার হাত বাড়িয়ে দেব।’

সার্ক কালচারাল সোসাইটির চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়।