ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন ১১-১২ নভেম্বর

  • স্টাফ করেসপন্ডেন্ট বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর শাখার সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ১১ ও ১২ নভেম্বর। 

শুক্রবার (১১ অক্টোবর) বিকেল ৫টায় আওয়ামী লীগের বঙ্গবন্ধু অ্যাভিনিউ কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ১১ নভেম্বর ঢাকা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন ১২ নভেম্বর কৃষিবিদ ইনস্টিটিউট সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এছাড়া স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে চলতি মাসের ২৬ তারিখ।

জাতীয় সম্মেলনকে সামনে রেখে করা হয়েছে প্রস্তুতি কমিটি। নির্মল গুহকে আহ্বায়ক ও সাচ্চুকে যুগ্ম আহ্বায়ক করে এই প্রস্তুতি কমিটি করা হয়। ১২টি উপকমিটিতে রাখা হয়েছে ২০ জন করে সদস্য।

বিজ্ঞাপন

সভা শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ বলেন, রাজনীতি ঘিরে ষড়যন্ত্র চলছে। আমরা রাজনীতি দিয়েই ষড়যন্ত্র মোকাবিলা করবো। আমরা বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে এগিয়ে যাবো।