ছাত্র রাজনীতি নিষিদ্ধে একমত নয় ছাত্রলীগ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সংবাদ সম্মেলনে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

সংবাদ সম্মেলনে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, 'বুয়েটের ছাত্রদের আট দফা দাবির সঙ্গে আমরা একাত্মতা জানিয়েছি। তবে বৃহত্তম ছাত্র রাজনীতি দলের প্রতিনিধি হিসেবে আমরা কখনো বলতে পারি না, ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করা হোক। ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়ে আমরা কোনো মতেই একমত হতে পারি না।'

বুধবার (৯ অক্টোবর) দুপুরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ মুজাহিদের মর্মান্তিক হত্যাকাণ্ডে উদ্ভূত পরিস্থিতিতে এবং অপরাধীদের দ্রুত বিচারের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তিনি।

বিজ্ঞাপন

এ সময় ছাত্রসংগঠনের গুরুত্ব সম্পর্কে তিনি বলেন, 'বাংলাদেশ ছাত্রলীগ শুধুমাত্র ক্যাম্পাস কেন্দ্রিক আন্দোলন করে, তা নয়। বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক অর্জনের পেছনে ছাত্রলীগের অবদান রয়েছে। আমরা কোনোভাবেই তা অস্বীকার করতে পারি না। প্রত্যেকটি রাজনৈতিক আন্দোলন ছাত্র আন্দোলনের মাধ্যমে অর্জিত হয়েছে।'

বুয়েটে ছাত্রলীগের কমিটি স্থগিতের বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, 'বুয়েটের ঘটনায় খেয়াল করে দেখবেন, এখানে কিন্তু শাখা ছাত্রলীগের উদ্যোগে কিছু হয়নি। শুধুমাত্র কয়েকজন ব্যক্তির সংশ্লিষ্টতা রয়েছে। আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে।'

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে গেস্টরুম কালচার প্রসঙ্গে তিনি বলেন, 'বিভিন্ন হলে যখন প্রথম বর্ষের শিক্ষার্থী আসেন। শিক্ষার্থীদের রাজনৈতিক পরিকল্পনা শিখন কর্মশালা হিসেবেই গেস্ট রুম প্রথম চালু হয়েছে। সুতরাং এটাকে নেগেটিভ হিসেবে ব্যবহার করাটা অবশ্যই খারাপ।'

আবরার হত্যার ঘটনায় আমরা লজ্জিত উল্লেখ করে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বলেন, 'এই অপরাধ সংঘটিত হওয়ার পর আমাদের দলের যাদের সংশ্লিষ্টতা রয়েছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর পাশাপাশি আইনগত ব্যবস্থাও নেওয়া হয়েছে। দেশের বৃহৎ এই সংগঠনে অপরাধীর কোনো স্থান হবে না।'

এ সময় তিনি ছাত্রলীগের কর্মীদের উদ্দেশ্যে বলেন, 'এদেশের ছাত্র সমাজের প্রতি বাংলাদেশ ছাত্রলীগের আহ্বান, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে সকল প্রকার ষড়যন্ত্র মোকাবিলায় আপনাদের প্রত্যেককে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আবরার হত্যাকাণ্ডের অনাকাঙ্ক্ষিত ঘটনাটিকে পুঁজি করে কেউ যেন দলীয় রাজনীতি চাঙা করার নামে আন্দোলন-আন্দোলন খেলায় মেতে উঠতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে। একই সঙ্গে দলের ভেতরে যেসব অনুপ্রবেশকারী রয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।'