ফের জাতীয় সংলাপের আহ্বান কাদের সিদ্দিকীর

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বঙ্গবীর কাদের সিদ্দিকী, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বঙ্গবীর কাদের সিদ্দিকী, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ফের জাতীয় সংলাপের জন্য সরকারকে আহ্বান জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

তিনি বলেছেন, ‘দেশ বাঁচাতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতীয় সংলাপের আয়োজন করতে হবে। আন্তরিকতার সঙ্গে সেই সংলাপ উত্তরণ ছাড়া সামনে আর কোনো পথ নেই।’

বিজ্ঞাপন

সোমবার (৩০ সেপ্টেম্বর) সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে 'চলমান অভিযান ও রাজনৈতিক প্রেক্ষাপটে' শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

কাদের সিদ্দিকী বলেন, ‘ড. কামালের নেতৃত্বে ঐক্যফ্রন্ট গঠন করেছিলাম। আমরা একটা নির্বাচনও করেছিলাম। ভেবেছিলাম ড. কামালের নেতৃত্বে ঐক্যফ্রন্ট চলবে। কিন্তু পরে দেখা গেল ঐক্যফ্রন্টের নেতৃত্ব তার হাতে নেই। তারেক রহমানের হাতে ঐক্যফ্রন্টের নেতৃত্ব। ৩০ ডিসেম্বরে নির্বাচন প্রত্যাখান করার পরও ঐক্যফ্রন্টের নেতারা সংসদে যায়। এর পরেই আমি ঐক্যফ্রন্ট ত্যাগ করি।’

বিজ্ঞাপন

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কারচুপির মাধ্যমে ৩০ ডিসেম্বর নির্বাচন হয়েছে। কারচুপির মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে। জনগণের সমর্থনের এই সরকার গঠিত হয়নি। যার কারণে আগেও যেমন সরকারের প্রদত্যাগ চেয়েছি, এখনো এই সরকারের প্রদত্যাগ চাচ্ছি।’

কাদের সিদ্দিকী বলেন, ‘সরকারে চলমান অভিযানকে সমর্থন করেন কৃষক শ্রমিক জনতা লীগ। কিন্তু এই অভিযান যদি লোক দেখানো হয় তাহলে আমরা তা সমর্থন করি না। আমরা আশা করব দেশকে দুর্নীতি মুক্ত করার জন্য ছাত্রীলীগ, যুবলীগসহ যেখানে সেখানে অনিয়ম ও দুর্নীতি হবে সেখানেই ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পাঠ করেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার।