খালেদার গাড়িবহরে ফের হামলা

  • সেন্ট্রাল ডেস্ক ১
  • |
  • Font increase
  • Font Decrease

কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে ফেরার পথে মঙ্গলবার ফেনীতে ফের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে এ হামলার ঘটনা ঘটে। বিএনপি নেতারা অভিযোগ করেছেন, মহিপালে পৌঁছানোর পর বিএনপি নেত্রীর বহরে আজ আবারো সন্ত্রাসীরা হামলা ও বোমা ফাটিয়েছে। এ সময় ক্ষিপ্ত বিএনপি নেতারা তিনটি বাসে অগ্নিসংযোগ করেন। এর আগে শনিবার (২৮ অক্টোবর) কক্সবাজার যাওয়ার সময় ফেনীর ফতেহপুরে খালেদার গাড়িবহরে হামলা করে আওয়ামীলীগের নেতা-কর্মীরা। সে হামলায় আহত হন সাংবাদিকসহ অনেকে এবং বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়।