ময়মনসিংহ জেলা তাঁতি লীগের আহ্বায়ক আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ময়মনসিংহ জেলা তাঁতি লীগের আহ্বায়ক আটক

ময়মনসিংহ জেলা তাঁতি লীগের আহ্বায়ক আটক

ময়মনসিংহে জেলা তাঁতি লীগের আহ্বায়ক মো. তাইজুল ইসলাম জুয়েলকে (৪৫) আটক করেছে পুলিশ।

বুধবার (৩০ অক্টোবর) দুপুর ২টার দিকে নগরীর মাসকান্দা পাসপোর্ট অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়। তাইজুল ইসলাম সদর উপজেলার চরপাড়া এলাকার মো. সেকান্দর আলীর ছেলে।

বিজ্ঞাপন

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে তাইজুল ইসলাম জুয়েল নগরীর মাসকান্দা এলাকার পাসপোর্ট অফিসের সামনে অবস্থান করছেন। এমন সংবাদ পেয়ে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

তিনি আরও বলেন, কোন মামলায় তাইজুল ইসলাম জুয়েলকে আদালতে পাঠানো হবে, ঊর্ধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন। তিনি এখনো পুলিশ হেফাজতে আছেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) তাকে আদালতে পাঠানো হবে।