চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেলেন মির্জা ফখরুল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পুরনো ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পুরনো ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

বুধবার (১৫ মে) সকাল ১১টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, মির্জা ফখরুলের সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও রয়েছেন। এসময় বিমানবন্দরে মহাসচিবকে বিদায় জানান বিএনপির সহশ্রমিক বিষয়ক সম্পাদক ফিরোজ আহমেদ।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে হৃদরোগের চিকিৎসা নেবেন মির্জা ফখরুল। সেখানে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের এপয়েন্টমেন্টও নেওয়া হয়েছে। আগামী ২০ মে তার দেশে ফেরার কথা। হৃদরোগ ছাড়াও ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিভ আর্টারিতে জটিলতা রয়েছে তার।

বিজ্ঞাপন

এর আগে গত বছরের ৩ জুন হৃদরোগের চিকিৎসার জন্য ব্যাংককে গিয়েছিলেন ফখরুল।