খালেদাকে মুক্ত করতে দুর্বার আন্দোলন দরকার: ফখরুল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন, কারাবন্দী খালেদা জিয়াকে মুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। তাহলেই তিনি মুক্ত হবেন, দেশের মানুষ ও গণতন্ত্র মুক্ত হবে।’

সোমবার (২২ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের অডিটরিয়ামে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহারের দাবিতে  সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশের আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাবেক ও বর্তমান ছাত্রফোরাম।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, 'একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র, চক্রান্তর মধ্য দিয়ে বাংলাদেশকে গণতন্ত্রবিহীন করা হচ্ছে। সেজন্য গণতন্ত্রের জন্য যারা নেতৃত্ব দিয়েছেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন তাদের রাজনীতি দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, চক্রান্ত করা হচ্ছে। সেজন্য সমস্ত গণতান্ত্রিক অধিকারগুলোকে কেড়ে নিয়ে, রাষ্ট্রের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়ে এক দলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করার চেষ্টা করা হচ্ছে।’ 

খালেদাকে মুক্ত করতে দুর্বার আন্দোলন দরকার: ফখরুল

তিনি বলেন, 'বিচারবিভাগ, প্রশাসন থেকে শুরু করে মিডিয়া পর্যন্ত তারা এর হাত থেকে রেহাই দিচ্ছে না। আমরা যারা গণতন্ত্র বিশ্বাস করি, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সেজন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলে যাওয়ার আগে বার বার বলে গিয়েছিলেন, দল মত নির্বিশেষে সকলকে গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষা করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। একইভাবে সেই নেত্রীকে আমাদের মাঝে ফিরিয়ে আনার জন্য, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম, লড়াই করতে হবে।’

তিনি আরও বলেন, 'দেশনেত্রী কারাগারে যাওয়ার পর একটা যৌথ নেতৃত্ব গড়ে তুলেছি। সেই যৌথ নেতৃত্বের মাধ্যমে সমস্ত সিধান্ত নিয়ে আমরা জণগনের কাছে যাচ্ছি। জণগনকে সঙ্গে নিয়ে, তাদেকে আন্দোলনে সম্পৃক্ত করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে, দেশনেত্রীকে মুক্ত করতে হবে। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। খালেদা জিয়াকে মুক্ত করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। আসুন নেতাদের মুক্ত করার জন্য এক সাথে একটি গণআন্দোলন সৃষ্টি করি। যে আন্দোলনের মধ্য দিয়ে আমরা বন্দী নেতাদেরকে, দেশনেত্রীকে মুক্ত করব, দেশ ও গণতন্ত্রকে মুক্ত করব।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।