নিপুণ রায়কে কলকাতায় যেতে বাধা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী/ ছবি: সংগৃহীত

বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী/ ছবি: সংগৃহীত

বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দিয়েছে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর ১টায় বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের একটি ফ্লাইটে স্বামী ও মেয়েকে নিয়ে তার কলকাতা যাওয়ার কথা ছিল। কিন্তু স্বামী ও মেয়েকে ইমিগ্রেশন থেকে অনুমতি দেওয়া হলেও তাকে দেওয়া হয়নি।

বিজ্ঞাপন

নিপুন রায় চৌধুরী বার্তা২৪.কম-কে ঘটনা নিশ্চিত করে বলেন, ‘ব্যক্তিগত কাজ ও চিকিৎসা নিতে আজ (বৃহস্পতিবার) ভারতের কলকাতায় যেতে চেয়েছিলাম। কিন্তু বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে বলা হয়, আমার বাইরে যাওয়ার ক্ষেত্রে তাদের কাছে কিছু নির্দেশনা রয়েছে। বিদেশ যেতে হলে আদালতের আদেশ নিতে হবে।’

তিনি বলেন, ‘আমার স্বামী ও মেয়ে চলে গেছেন। আমি বিমানবন্দর থেকে ফিরে এসেছি।’

উল্লেখ্য, নিপুণ রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্রে রায়ের পুত্রবধূ। এর আগে গয়েশ্বর চন্দ্র রায়কেও ভারতে যেতে বাধা দেয় ইমিগ্রেশন পুলিশ।